Wellcome to National Portal

    দুর্গাপুর ইউনিয়ন তথ্য বাতায়নের আপনাকে স্বাগতম

 প্রয়োজনেঃ ০১৭১৯২৬৬৭১০ , ইমেইলঃ 15durgapurup@gmail.com

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিষদ .

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার প্রান কেন্দ্র দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। ১০১৮,১০৩২,১০৩৩ ও ১০৩৪ নং দাগে দুর্গাপুর মৌজায় ১৩২৬, ১২৪২ ও ১২৪৩ নং এস খতিয়ানে ৫০ শতাংশ জমির উপর দুর্গাপুরইউনিয়ন পরিষদ কমপেক্স ভবনটি অবস্থিত।

।কাল পরিক্রমায় আজ দুর্গাপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ১৫ নং দুর্গাপুর  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৪২১২ একর

গ) লোকসংখ্যা – ২৬,৪২০ জন (প্রায়) (২০২২ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১০ টি।

চ) হাট/বাজার সংখ্যা -০৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৮৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব, নাজিব আহমেদ

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন ও শ্রী শ্রী ফেলারাম পাগলের আশ্রম।

ঠ) ইউপি নতুন ভবন স্থাপন কাল – ০২/০২/২০০৪ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২৮/০৪/২০২৩ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৪/০৫/২০২৩ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০২৮ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             গোলাবাড়ীয়া         বেদগ্রাম              নিলখী

            দুর্গাপুর          হাতিকাটা                কাড়ারগাতী

            খাটিয়াগড়           কংশুর             মালিবাতা

            ডোমরাশুর       কাটরবাড়ী      ইসলামপুর ( হঠাৎপাড়া )

মোট ভোটার সংখ্যা- ১৭,৫০০ জন। পুরুষ- ৫৩২৫ জন, নারী- ৯১২৫ জন।       

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।